জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন)। রোববার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ভারতের দিল্লি এ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বর্তমানে তার মৃতদেহ ভারতের দিল্লি এ্যাপোলো হাসপাতালের রয়েছে। তবে তার মৃতদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল ভারতে দিল্লি এ্যাপলো হাসপাতালে ভর্তি হন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। ব্রেন টিউমার অপারেশন শেষে রোববার দুপুরে থেরাপি নেওয়ার সময় হৃদযযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।