নারায়ণগঞ্জে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) বাছাই ও মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব- আল-রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম নাসির ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মাহমুদুল হাসান সুজন প্রমুখ।
সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব- আল-রাব্বি বলেন, গ্রাম বাংলায় এখনো ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরি করার জন্য উন্নত প্রশিক্ষণের প্রয়োজন।
যে কোন প্রশিক্ষনই কখনো বিফলে যায় না। আশা করি মাসব্যাপী এই প্রশিক্ষণের মধ্য থেকেই আমরা পেয়ে যাবো জাতীয় পর্যায়ের কোন খেলোয়াড়কে।