নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর মিনাবাজর ঘাট এলাকা থেকে রিফাত (১৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। সে সাভার উপজেলার হেমাতেপুরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, রিফাত মানসিক ভারসাম্যহীন। সে মাঝে মাঝেই বাসা থেকে বের হয়ে যেতো এবং কয়েকদিন যাবৎ বাসার বাইরে থাকতো। এরম ভাবেই গত ২৩ অক্টোবর বাসা থেকে বেড়িয়ে যায় রিফাত। পরে, আজ (২৫ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদীর মিনাবাজার ঘাটের সামনে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানায়।
পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, নিহতের দেহে কোন রকমের আঘাতের চিহৃ দেখা যায়নি। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা বা দুঘটনা হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।