জেলা ৬ষ্ঠ কারাতে প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের সহযোগিতায় নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন পিপলস ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ষ্ট্রাষ্টি মুহাম্মদ নাজমুল হাসান।
জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপ-কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য মোঃ আসলাম, ফিরোজ মাহমুদ সামা, মাহবুবুল হক উজ্জল, মাহবুব হোসেন বিজন, কারাতে সংগঠক মোঃ হাফিজ, মাহফুজুর রহমান বিল্লাল ও তারেক জেড প্রমুখ।