অপরাধীদের শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব। বর্তমান সরকার নিয়মিত সংসদ চালাচ্ছেন। রোজার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা ও জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম সেলিম ওসমান এ কথা বলেন। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম, এ, মুহাইমিনুল আল জিহান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সেলিম ওসমান বলেন, এই মাস ভাষার মাস। ভাষা দিবসে দেশে কি হয়েছিল আগামী প্রজন্মকে তা জানাতে হবে।
তিনি আরও বলেন, করোনার কারনে ৩ বছর কাজ করতে পারি নাই। সে সময় আমাদের চেষ্টা ছিল কেউকে যাতে না খেয়ে থাকতে না হয়। সাবেক ইউএনও শুল্কা সরকার ওই সময় অনেক পরিশ্রম করেছেন। কোন সমস্যা হলে আপনারা মুখ খুলেন। আমরা আমাদের মত কাজ করব।
এতে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো: বাচ্চু মিয়া প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু ও বীর মুক্তিযোদ্ধা জিয়াবল প্রমুখ।