রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মাহাবুব হোসেন সানি হত্যা মামলার প্রধান আসামী রাজিব (২১) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (২৫ মে) র্যাব-১১’র মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০২১ সালের ২ আগস্ট রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল দক্ষিণপাড়া নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশের মসজিদ সংলগ্ন এলাকায় গ্রেপ্তারকৃত আসামী রাজিবসহ অন্যান্য আসামীরা মাহাবুব হোসেন সানিকে নৃশংসভাবে হত্যা করে। নিহত ভিকটিমের পিতা মোঃ মিল্লাত হোসেন ঘটনার পরদিন রূপগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।