মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিলন (৩৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সদস্যরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ফতুল্লার তক্কারমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন ফতুল্লা মডেল থানার পাগলা বৈরাগী বাড়ির মো. রশিদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং দীর্ঘদিন পলাতক থাকে।
পরবর্তীতে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করলে র্যাব-১১, সিপিসি-১ এর একটি দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।