দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। দলটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা বিশাল আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে। এসময় ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার, ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ শেখ হাসিনার মার্কা নৌকা, নৌকা, স্লোগানে স্লোগানে মুখরিত হয় আনন্দ র্যালি। পরে আনন্দ র্যালিটি উপজেলার পিরোজপুর প্রতাপনগর থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়। সেখানে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ কর।
এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। দলটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ জনগন আস্থাশীল হয়েই ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মহাসড়কে আনন্দ মিছিলে অংশ নিয়েছে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। বিএনপি জামাতের যেকোন নাশকতা ঠেকাতে আমরা উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি সাধারণ মানুষ মহাসড়কে অবস্থান নিবে।
আনন্দ র্যালিতে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা আ’লীগ নেতা হাজী আলম চাঁন, বাদল হোসেন, তাজুল ইসলাম,রফিক মেম্বার, মোশাররফ মেম্বার, সাবেক মেম্বার হালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালীতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত: বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি করা হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।