বন্দরে ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর করার মামলায় (বন্দর থানার মামলা নং- ২৬-১১/২২) সোনারগাঁ থানার মোগড়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুজ মিয়া (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। সোমবার (২ অক্টোবর) রাতে বন্দরের কাইকারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা নুরুজ মিয়া সোনারগাঁ থানার কাপুরদী এলাকার মোস্তফা মিয়ার ছেলে। বন্দর থানা সূত্রে জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সহযোগিতায় বন্দর থানা উপ-পরিদর্শক সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস কাইকারটেক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সোনারগাঁ থানার মোগড়াপাড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুজ মিয়া (৪৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।