বন্দরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৫ মার্চ কলোরাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টায় বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আভল জিহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোাদ্ধা এম এ রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর উপজেলা এলজিইডির প্রকৌশলী মীর কায়সার রিজভী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ূম খান, প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ বিভিন্ন দপ্তর প্রধানগন।
সভায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ,সাস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, ২৫ মার্চ কলোরাত্রিতে পবিত্র রমজান মাসের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে আলোচনা সভা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তোপধ্বনী, সকাল সাড়ে টায় কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী, প্রদর্শণী ম্যাচ, নারীদের খেলাধূলা, বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।