শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মর দেহ উদ্ধার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২২ শহীদ পরিবারকে ৪৪ লাখ টাকা অনুদান সোনারগাঁ ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মালামাল নিয়ে পালিয়ে গেলেন মালিক: বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের স্ত্রী-সন্তানসহ ৩ হ ত্যাকাণ্ডে ব্যবহৃত বটি পুকুর থেকে উদ্ধার আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী ফের ৮ দিনের রিমাণ্ডে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্ত কর্মসূচিতে যোগ না দেয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাং*চুর: আটক ৪৫ ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: মামুন মাহমুদ

পরীক্ষা কেন্দ্রের ফ্যান খুলে পড়ল এইচএসসি পরীক্ষার্থীর মাথায়

স্টাফ রিপোর্টার, সিদ্ধিরগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২০১ Time View

চলন্ত ফ্যান খুলে পড়ে সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার হলে এক পরীক্ষার্থী আহত হয়েছে। তবে বিভিন্ন সূত্রমতে তিন পরীক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে এ বিষয়ে একাধিকবার কলেজের অধ্যক্ষ নুর ইসলামের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ফাল্গুনী আক্তার ঈশা (১৮) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থী। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এ বিষয়ে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব কবির হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন দুপুর বারো টার দিকে আমরা একজন শিক্ষার্থীর মাথায় সিলিং ফ্যান পরে আহত হওয়ার খবর পাই। এ ঘটনার পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আমরা শিক্ষক সহ শিক্ষার্থীকে দ্রুত সাইনবোর্ড এর প্রো এ্যাকটিভ মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। তার গালের ডানপাশ কেটে যাওয়ায় ৩টি সেলাই দেয়া হয়। বর্তমানে মেয়েটি আশঙ্কামুক্ত। আসলে দুর্ঘটনায় কারো হাত নাই। আমি মেয়েটির দ্রুত সুস্থতা কামনা করছি।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর গালে ও হাতের এক অংশ কেটে যায়। এ সময় কলেজের নিয়োজিত ডাক্তারের প্রাথমিক চিকিৎসা শেষ করে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। ওইখানের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। এ সময় তাকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »