বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সকল সমস্যার সমাধান আমরা বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি আর কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না : মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে কারখানায় আ-গু-ন:নিয়ন্ত্রণে ফা-য়া-র সার্ভিসের ৬ ইউনিট নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন স্বৈরশাসকের দোসররা দেশে উস্কানিমূলক কর্মকান্ড করছে: গিয়াস উদ্দিন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং টিউলিপের ভবিষ্যৎ আওয়ামী লীগের আগে বিচার হতে হবে: হাসনাত আব্দুল্লাহ ফতুল্লায় কারখানা খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত

নিজেদের সমস্যার চিত্র তুলে ধরলেন কৃষক ও ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮ Time View

নারায়ণগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে নারায়ণগঞ্জ অঞ্চলে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত কৃষিপণ্য উৎপাদনের মান উন্নয়ন ও কৃষি পণ্যের উন্নতির লক্ষ্যে ‘সাপ্লাই চেইন ও ভ্যালু চেইনে’র অংশীজনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কর্মকর্তাদের কাছে নিজেদের নানা সমস্যার চিত্র তুলে ধরেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি উত্তরে অধিদপ্তরের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে আশ^স্থ করা হয় এবং পণ্যের দাম একবাজারে দু’ তিন ধরনের রেট চলবেনা। প্রয়োজনে আমরা মোবাইল কোর্ট চালাবো। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর দেড়া থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর জামতলা মসজিদ গলি এলাকায় নারায়ণগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. মফিদুল ইসলাম। এরপর নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শাহ আলম, নারায়ণগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন।

সভায় কৃষক ও কয়েকজন ব্যবসায়ী তাদের সমস্যার কথা জানান। কৃষক মো: ফালান মিয়া বলেন, আমি একজন আলু চাষী। গত বছর ৭৫ হাজার টাকা লস খাইছি। এ বছর ভাল দাম না পেলে জমি বিক্রি করে দিব। আপনারা কৃষিপন্যের ন্যায্য দাম নিশ্চিত করবেন। এরপর সবজী ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, সবজী চাষীদের কোন সমস্যা নাই। বাজার বেশ ভাল। দ্বিগুবাবু বাজারের মডেল পেঁয়াজের দোকানের ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, শ্যামবাজারে পাইকাররা দাম নিয়ে কারসাজি করে। সেখানে নজরদারি দরকার। তাছাড়া মোকামে মোকামে প্রশাসনের কড়া নজরদারি থাকলে কোন কিছুরই সহজে দাম বাড়বেনা। তেল চিনি ব্যবসায়ী সমিতির নেতা শংকর সাহা বলেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই এমন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সভা উন্মুক্ত পাবলিক প্লেসে করলে ভারো সুফল আসবে। আমি নিতাইগঞ্জে আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। চাল ব্যবসায়ী সমিতির নেতা লিটন বলেন, কৃষ্টিয়া থেকে নারায়ণগঞ্জে চালের ট্রাক আসে। আমরা ঢাকা শহরে চাঁদাবাজির শিকার হই। বড় বড় কর্পোরেট গ্রুপ দামের কারসাজি করে। আমরা ভুক্তভোগী।

ক্যাব নেতা ও সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, কি বলবো দুঃখের কথা। আমরা ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হই। এ ধরনের সভা পাবলিক প্লেসে হলে সতর্কতা বাড়বে। ভোক্তারা উপকৃত হবে। বাজার মনিটরিং আরো জোরালো করা দরকার। সামনে রমজান মাস আসবে। অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের গলা কাটতে প্রস্তুতী নিচ্ছে। আমরা সেটা হতে দিবনা। ইনশাল্লাহ মাঠে থাকবো। নিয়মিত অভিযান চলবে।

ঢাকা বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. মফিদুল ইসলাম বলেন, আমাদের দেশে একটি বৃহৎ মন্ত্রণালয় হলো ‘কৃষি মন্ত্রণালয়’। এই মন্ত্রণালয়ের আন্ডারে অনেক গুলো সংস্থা রয়েছে। তার মধ্যে একটি অধিদপ্তর হলো কৃষি বিপণন অধিদপ্তর। তাদের মূল কাজ হলো উৎপাদন পর্যায়ে। একজন কৃষক ফসল উৎপাদন করতে ৩-৪ মাস সময় লাগে, এ সময়ে বীজ সংগ্রহ থেকে হারবেস্ট পর্যন্ত তার পুরো পরিবার এই কাজে নিয়োজিত থাকে। সব কিছু মিলিয়ে যদি সে ১০০ টাকা বিক্রি করে আর সেই ওই ফসল নিয়ে একজন পাইকার বা আড়তদার কয়েক ঘন্টা অথবা কয়েকদিন রেখে ২০০ টাকায় বিক্রি করলো। তখন সেই কৃষকের কেমন লাগে। তাই এখানেই মূলত আমাদের কৃষি বিপননের কাজ, যাতে করে বাজারে কৃষি পণ্যের ন্যায্য মূল্য বা ন্যায্য দাম বজায় রাখা যায়। পাইকার ১০০ টাকায় কিনে ভোক্তার কাছে যাতে ১২০ টাকয় পৌঁছায় সেই দিকে আমাদের নজর থাকে সব সময়। কেউ যাতে সেটা ২০০ টাকায় বিক্রি না করতে পারে সেই কাজগুলো আমরা করে থাকি। বড় ধরণের সফলতা পেতে হলে একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

নারায়ণগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (উপ-সচিব) মো. মফিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শাহ আলম, নারায়ণগঞ্জ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক মো. বায়েজিদ আমিন তালুকদার, ঢাকা খামারবাড়ি কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) নিখিল চন্দ্র দে, নারায়ণগঞ্জ কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়েন্ট সেক্রটারী বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ তেল চিনি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা, চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, দ্বিগুবাবু বাজার মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদ হোসেন, গ্যানো মাশরুম সেন্টার এবং গ্যানো মাশরুম ফুড এন্ড এগ্রো লি. এর পরিচালক মহিনুর জামান সাব্বিরসহ বিভিন্ন ব্যবসায়ীগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »