নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও এ কে এম সেলিম ওসমানসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক। হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।
বৈধ অন্য প্রার্থীরা হলেন- মো. আব্দুল হামিদ ভাসানী (তৃণমূল বিএনপি), এ এস এম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মোর্শেদ হাসান (জাকের পার্টি) ও ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
প্রসঙ্গত, আওয়ামী লীগ এখনও দলীয় প্রার্থী ঘোষণা করেনি। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হলে আসনটি সেলিম ওসমানকে ছেড়ে দেওয়া হবে এমন গুঞ্জন রয়েছে জেলাজুড়ে। সেলিম ওসমান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বড় ভাই।