বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জ-২ আসন: এমপি বাবুসহ চারজনের প্রার্থীতা বৈধ, বাতিল দুইজনের

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অপরদিকে নির্বাচন কমিশন দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে। সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ-২ সংসদীয় আসনে বৈধ প্রার্থীরা হলেন- নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি)।

অপরদিকে ক্রেডিট কার্ডের বকেয়া থাকায় ব্যাংক প্রতিনিধির অভিযোগের প্রেক্ষিতে মো. শরিফুল ইসলামের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল ও নির্বাচন কমিশনের মনোনয়ন ফরমের ২০ ও ২১ নং বিষয়টি পূরণ না করায় এবং স্বাক্ষর না করায় মামুন দিদারের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »