নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে বিশাল শোডাউন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তার নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ হাজারেরও বেশি নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছে বলে নেতা-কর্মীরা জানায়। এসময়ে নেতাকর্মীদের মুখে স্লোগান ছিলো- ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, আমার মায়ের মুক্তি চাই, আমার নেত্রী আমার মা, বন্দী থাকতে দিব না’ নেতাকর্মীদের মুখে এমন শ্লোগানে শ্লোগানে প্রকম্পি হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) বিকেল তিনটায় ফতুল্লা সাইনবোর্ডস্থ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের পিছনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে ১ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশকে সফল করতে সকাল থেকেই আড়াইহাজার উপজেলা বিএনপি, আড়াইহাজার পৌরসভা বিএনপি, গোপালদী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নিয়ে সাইনবোর্ড চৌরঙ্গী পাম্পের সামনে এসে জড়ো হতে থাকে। পরে দুপুর ২টার দিকে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি ও উন্নত চিকিৎসারসহ সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে শ্লোগানে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ,সিনিয়র সহ- সভাপতি মতিউর রহমান মতি, সহ- সভাপতি এড. সিদ্দিকুর রহমান, সহ- সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সালাউদ্দিন চৌধুরী সালামত, শাকিল হাসান, মনিরুজ্জামান খাঁন, জিয়াউল হক বেদন, হাজী বেলায়েত হোসেন, গাজী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, মাসুম শিকারী, ডা. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, আজহারুল ইসলাম লাভলু, এড. কামাল হোসেন মোল্লা, গোপালদী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান সুমন, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া,গোপালদী পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেন, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন মিয়া, আড়াইহাজার সফর আলী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম কাকন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।