বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসভাড়া কমানো ও শিক্ষার্থীদের গণপরিবহনে হাফপাশের দাবিতে স্মারকলিপি প্রদান দুই মাসের মধ্যে সবকিছু চকচকে হয়ে যাবে, বিষয়টা তা না: সাখাওয়াত হোসেন স্বৈরাচারবিরোধী আ-ন্দো-ল-নে ২৫ কর্মী শাহাদাত বরণ করেছে: মাসুম বিল্লাহ ফতুল্লায় নারীকে পিটিয়ে হ-ত্যা আড়াইহাজারে ডিবি পরিচয়ে ১৩ লাখ টাকা ছি-ন-তা-ই সিদ্ধিরগঞ্জে ইয়াবা পাচারকালে র‌্যাবের হাতে কারবারি গ্রেপ্তার সাবেক এমপি কায়সারের পিএস জাহিদুল ৩ দিনের রিমান্ডে ডিজিটাল ভূমি জরিপে মামলা মোকদ্দমা একেবারেই কমে আসবে-ভূমি উপদেষ্টা নারায়ণগঞ্জে সড়ক দু-র্ঘ-ট-না-য় শিক্ষার্থী নি-হ-ত ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা ডিবির হাতে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের অভিযানে শয়তানের নিঃশ্বাস পয়জনসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ Time View

Devil Breath বা শয়তানের নি:শ্বাস নামক মাদক ও জীবন নাশকারী পটাশিয়াম সায়ানায়েড পয়জনসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রূপগঞ্জে নর্দার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল্লা আল মামুন হত্যা মামলার তদন্ত করতে গিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমেদ এবং বরিশালের বাবুগঞ্জ থানার ইদিলিকাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব।

শাকিল আহম্মদকে চাঁদপুর সদর থানা এলাকা হতে এবং রাকিবকে ঢাকার টিকাটুলি এলাকা হতে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেফতারের সময়ে দশ গ্রাম স্কোপোলামিন, দুই লিটার পটাশিয়াম সায়ানাইড, আড়াই লিটার ক্লোরফর্ম, ছয়টি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি খাতা উদ্ধার করা হয়। এর মধ্যে স্কোপোলামিন শয়তানের নি:শ্বাস নামে পরিচিত। যা দিয়ে দ্রুত সময়ে মানুষকে অল্প সময়ের জন্য বশিভূত করে সর্বস্ব কেড়ে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ঢাকা থেকে রাসায়নিকদ্রব্য ক্রয় করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, নর্দার্ন ইউনিভার্সিটির ওই শিক্ষক গ্রেপ্তারকৃতদের কাছ থেকে শয়তানের নি:শ্বাস নামক মাদক ক্রয় করতেন। তবে ওই মাদকের কারণে শিক্ষকের মৃত্যু হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট নর্দার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল্লা আল মামুন চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর ২৩ আগস্ট ভোরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় ২০ নম্বর সেক্টরের কালনি এলাকায় প্রধান সড়কের পাশে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। ওই দিন রাতেই নিহত মামুনের বাবা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »