বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-আখাউড়া লংমার্চ: রূপগঞ্জে নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন রূপগঞ্জে শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যার ঘটনায় ঘাতক বাবার জবানবন্দী বন্দরে ৪ টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা বিএনপি সব মানুষের কাছে জবাবদিহিতে বিশ্বাস করে: মামুন মাহমুদ পরিবারের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলন করা হয়নি নিহত সোলাইমানের তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হয়: মোস্তাফিজুর রহমান জমকালো আয়োজনে মুগ্ধ করেছে এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ ব্যাচের গেট টুগেদার নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

নারায়ণগঞ্জে মানবাধিকার কাউন্সিলের মানবধিকার দিবস পালন

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪২ Time View

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথ সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় নগরীর গুলশান সিনেমা হল ভবন প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে গুলশান সিনেমা হল প্রাঙ্গন হতে শোভা যাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে অংশগ্রহনকারী সকলে পথসভায় যোগ দেন। র‌্যালি উদযাপন কমিটির আহবায়ক ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সংস্থাটির সাধারন সম্পাদক সংবাদ ও মানবাধিকারকর্মী এম.আর.হায়দার রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু।

পথসভায় বক্তব্য রাখেন বামাকা ফতুল্লা থানা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন আহমদ ভিকি ও সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রমজান, সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহবায়ক কমিটির সদস্য সচীব এ.আর.মহসিন, বন্দর থানা শাখার সহ সভাপতি ছামছুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. সাহিদুল ইসলাম টিটু ও সাধারন সম্পাদক আবুল হাছান বাপ্পি এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন প্রমূখ।

জেলার সাধারন সম্পাদক এম.আর হায়দার রানা বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ সকলের মাঝে তুলে ধরেন। পাশাপাশি বিগত ২০০৫ সন হতে নারায়ণগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসকে কেন্দ্র করে এই র‌্যালি কর্মসূচী প্রতি বছর করে আসছেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় এবং বাস্তবায়নে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা দীর্ঘ প্রায় ২১ বছর যাবৎ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশে অনেক মানবাধিকার সংগঠন আছে। তার মধ্যে বামাকা একটি পুরাতন সংস্থা। এই সংগঠনে যারা জড়িত আছেন তার পরীক্ষিত মানবাধিকারকর্মী। এখানে আমরা সবাই মানবতার প্রশ্নে এক জোটভূক্ত। মানবাধিকারের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্মে লিপ্ত হতে তার দায় এই আমরা কখনোই নেব না এবং অন্য যে কেউ যে কোন মানবাধিকার সংগঠনের পরিচয় দিয়ে যদি অপকর্ম করেন তাহলে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ পরিবার আইনী সংস্থার মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বামাকা নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা পরিষদের সদস্য দৈনিক আজকের জন্মভূমির প্রকাশক ও সম্পাদক জাফর আহমেদ, সহ সভাপতি মীর সৈয়দ আহমেদ ও সাংবাদিক নেতা কমল খান, যুগ্ম সাধারন সম্পাদক কামাল আহমেদ, সহ সাধারন সম্পাদক হাজী মুহাম্মদ মহসীন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাদের চৌধুরী টিটু, সহ আইন বিষয়ক সম্পাদক এড. নয়নী, সমাজ কল্যাণ সম্পাদক মনির হোসেন বাবুল ও পটুয়াখালী জেলার সম্বয়ক ডা. মো. শাহ আলম সহ বিভিন্ন থানা,ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক মানবাধিকারকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »