নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকা থেকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে আব্দুর রহমান নামে তিন বছরের শিশুকে অপহরণের ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- অপহৃত শিশুর সৎ দাদী মমতাজ বেগম (৫৬) ও তার আগের স্বামী ফজলু (৪৫)। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানার এসআই মোঃ ফারুক হোসেন গ্রেপ্তারের বিষিয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃদের শনিবার দুপুরে আদালাতে পাঠানো হয়েছে।
এসআই মোঃ ফারুক হোসেন বলেন, শিশুটির সৎ দাদী গ্রেপ্তারকৃত মমতাজ বেগম গত ৭ মে সকালে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার বাবা মায়ের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অন্যথায় তাকে ভারতে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করে। অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জামালপুরের মেলাহন্দ থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপহরণকারীরা। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ী এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম ও তার আগের স্বামী ফজলুকে গ্রেপ্তার করে।