ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে হরতালবিরোধী মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়। এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগং রোড থেকে শুরু হয়ে মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড হয়ে পুনরায় মৌচাক বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নের্তৃত্ব উক্ত মিছিলে এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি সামাদ বেপারী, থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক (আবুল), রহমত উল্লাহ, কৃষক লীগ নেতা আব্দুল হেকিমসহ অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমাদের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করবেন বলেও জানান তিনি।