নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ করেছে শিপন আহমেদ (৩৪) নামে এক লম্পট। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জের একটি টিম অভিযান চালিয়ে সিলেট থেকে অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার আল মামুন শিকদার। এরআগে শিশুদের বাবা রবিবার (১০ মার্চ) সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
শিশুর বাবা মামলায় উল্লেখ করেন, ৮ ফেব্রুয়ারি বাদীর দুই মেয়ে শিশুকে টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিপন আহমেদ তার ঘরে ডেকে নিয়ে নাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ র্ষণ করেন। বাদীর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বাদীর শ্বশুরবাড়ি চাঁদপুরে চলে যান। ৭ ফেব্রুয়ারি নাবালিকা মেয়েকে (ভিকটিম) একই এলাকায় বসবাসরত তার ফুফুর কাছে রেখে টঙ্গী বিশ্ব ইজতেমায় চলে যান বাদী। ১১ তারিখ মোনাজাত শেষে বাড়ি ফিরে ধর্ষণের ঘটনা জানতে পারেন। পরে বিচার শালিসের নামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আসামিকে পালাতে সহায়তা করে। এতে শিপন পালিয়ে যান বলে জানা যায়। এরপর মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়।
১০ মার্চ মামলার ভিকটিমদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে ভিকটিমরা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে আসামির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে। ভিকটিমদের এবং তার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, উক্ত ধ র্ষণের ঘটনা কাউকে জানালে আসামি শিপন ভিকটিমদের হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেন।
ঘটনার সময় আসামি শিপনের স্ত্রী ইতি আক্তার তার সন্তানসহ তার বাবার বাড়ি পুরাতন সৈয়দপুর এলাকায় ছিলেন। এ সুযোগকে কাজে লাগিয়ে আসামি শিপন আহমেদ নাবালিকাদের ধ র্ষণ করে।