শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্স সম্পন্ন করলো মানব কল্যাণ পরিষদ বন্দরে ৫ ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার জরিমানা: কার্যক্রম বন্ধের নির্দেশ বন্দরে কর্ণফুলী শিপবিল্ডার্স কারখানা পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতার উঠান বৈঠক পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট নেওয়াদের ব্যাপারে তথ্য দিন: রাজউক চেয়ারম্যান দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি : গিয়াসউদ্দিন মনে হয়েছে রূপগঞ্জ গাজীর বাপের সম্পদ: দিপু ভুঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রূপগঞ্জে সভা

চাষাড়ায় ৫দিন ব্যাপী বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪১ Time View

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গনে পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৫দিন ব্যাপী বহুমুখী পাট ও পাটজাত পন্য মেলার শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাট অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. সেলিনা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নারায়ণগঞ্জ এবং পাট অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ছোটবেলায় প্রাচ্যের ডান্ডিখ্যাত হিসাবে পরেছি। তবে এই নারায়ণগঞ্জ ম্লান হয়ে গেছে। আমরা কিছুটা হলেও হারিয়েছি। স্বাধিনতায় অনেকটা পাটের অবদান ছিলো। সেই সোনালি দিন ফিরিয়ে আনার সুযোগ হয়েছে। প্লাষ্টিক বর্জন করার মাধ্যমেই পাটের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব।

জেলা প্রশাসক বলেন, একজন উদ্যোক্তা ১ বছরে ১০ লাখ মার্কিন ডলার রপ্তানি করেছেন। বিদেশে পাটের এবং পাটজাত পন্যের মূল্য অনেক। উচ্চ মূল্য দিয়ে নিয়ে যায়। দেশের ব্যবসায়ীদের অনুরোধ করবো যেনো বেশি বেশি পাটের পন্যে উৎপাদন করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ, পাট অধিদপ্তরের পরিচালক এস এম মাহফুজুল হক, পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব সত্যকাম সেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) রুহুল আমিন সাগর সহ পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »