ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, চিটাগা রোডসহ আশপাশের এলাকার সাধারণ জনগণ, যানবাহনের যাত্রী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান স্বপন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মঞ্জুরুল আলম মুছা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি এ কে হিরা, সাধারণ সম্পাদক ও শাহাদাত হোসেন রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।