নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি যখন একাদশ সংসদ নির্বাচনে অংশ নিই, তখন এই আসনে কোনো দল ছিল না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জাতীয় পার্টিই বলেন। দলের মধ্যে একটাই দল ছিল ওসমান পরিবারের সন্তান সেলিম ওসমান। তখন সব দল বলেছিল তার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের মীরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নাসিম ওসমান স্কুল পরিদর্শনে এসে বলে গেছেন নারায়ণগঞ্জে কোনো দল নাই। ওসমান পরিবার মানেই একটি দল। আমাদের জন্মই হয়েছে মানুষের উপকার করার জন্য। একটি দল ক্ষমতায় এসে আদমজী জুট, আদর্শ কটন, লক্ষী নারায়ণ ও চিত্তরঞ্জন কটন মিল বন্ধ করে ৩০ হাজার লোককে চাকরিচ্যুত করেছিল। এখন পুরো নারায়ণগঞ্জে প্রায় ৫২ লাখ লোক গার্মেন্ট কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে।
সেলিম ওসমান বলেন, আমার জীবনে একটাই কাজ আত্মসমালোচনা করা। আমি কোথায় ভুল করলাম, কীভাবে ভুল শুধরাবো। আমি নির্বাচন নিয়ে কোনো চিন্তা করি না। আমার চেয়ে ভালো মানুষ যদি নির্বাচনে আসে তাকে সহযোগিতা করব। তবে আমি এবার মনেপ্রাণে চিন্তা করে নিয়েছি, আমার অসমাপ্ত ভালো কাজগুলো সম্পন্ন করার জন্য আমার আরেকবার সংসদ সদস্য হওয়া উচিত। যদি এলাকার মানুষ আমাকে চায়। তারপর আমার আপা আছেন, তিনি যদি চান। তিনি যা বলবেন তাই হবে। আগামী জানুয়ারি মাসে আমাদের জয় হবেই উল্লেখ করে সেলিম ওসমান বলেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
স্কুল ম্যানজিং কমিটির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ও কাউন্সিলর আফজাল হোসেন প্রমুখ।