এক লাগেজ থেকেউ উদ্ধার করা হয়েছে ৪৯ লাখ টাকার জালনোট। সোনারগাঁ উপজেলার নানাখী এলাকা থেকে উদ্ধার করা গোলাপি রঙের লাগেজ থেকে ঐ জালনোটগুলো উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে ২ জনকে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখী এলাকার ফজল খানের বাড়ির মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁও উপজেলার নানাখী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২) এবং একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল মিয়া (৬০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদীপুর ইউনিয়ন নানাখী এলাকার ফজল খানের মাঠে রোববার আড়াইটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় গোলাপি রঙের লাগেজে ৪৯ লাখ টাকার জালনোটসহ আ. রহমান ও মো. বাবুল মিয়াকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান, মো. বাবুল মিয়ার জামাতা মো. সাহাবুদ্দিন জালনোট তৈরি করে সরবরাহ করে থাকেন। বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় এসব জালনোট বিক্রি করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।