ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে নবাগত সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেলে ফতুল্লার পঞ্চবটির আকবর কনভেনশন সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মাদ আমান উল্লাহর সঞ্চালনায় উক্ত তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা এমন একটি বিষয় যার ভেতর ধর্মীয় শিক্ষা নেয়, তাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব নয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি, মাওলানা দ্বীন ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার আওতাধীন সকল ইউনিয়ন থেকে আগত নতুন সদস্য এবং বিভিন্ন দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে প্রধান বক্তা মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। নচেৎ রাষ্ট্রে চুরি ডাকাতি খুন গুম রাহাজানি বন্ধ করা সম্ভব নয়।