শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মর দেহ উদ্ধার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২২ শহীদ পরিবারকে ৪৪ লাখ টাকা অনুদান সোনারগাঁ ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মালামাল নিয়ে পালিয়ে গেলেন মালিক: বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের স্ত্রী-সন্তানসহ ৩ হ ত্যাকাণ্ডে ব্যবহৃত বটি পুকুর থেকে উদ্ধার আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী ফের ৮ দিনের রিমাণ্ডে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্ত কর্মসূচিতে যোগ না দেয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাং*চুর: আটক ৪৫ ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: মামুন মাহমুদ

আমরা চাই নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অটুট থাকুক: টিপু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪০ Time View

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার রাজনৈতিক অভিভাবক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেওয়ার জন্য। আমরা মহানগর বিএনপির নেতৃবৃন্দ পূজা পরিদর্শনের পাশাপাশি আপনাদের খোঁজখবর নিচ্ছি। পূজা কালীন সময় কোন প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরা চাই নারায়ণগঞ্জের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস রয়েছে তা বন্ধন অটুট থাকুক। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরে পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, ১৬নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, ১৮ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইউসুফ খান টিপু আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মন্ডপে নেতাকর্মীদের সমন্বয় করে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছি। তারা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। আমরা চাই অতীতের মতো আপনারা সুন্দর ও শান্তিপূর্ণভাবে আপনাদের শারদীয় দুর্গোৎসব পালন করেন। বাংলাদেশী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে যে সম্প্রীতি বজায় ছিল তা অটুট থাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »