বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :

আড়াইহাজারে রিজভী-আজাদসহ ৬০ নেতাকর্মীর নামে মামলা: ১০ জন গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি পালনকালে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগা-মহাসচিব রুহুল কবির রিজভীকে হুকুমের আসামি করে ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১০জনকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার (১ নভেম্বর) পুলিশ হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিএনপি নেতা রিজভীকে হুকুমের আসামি করে ৬০জনের নামে মামলা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- রাকিব হাসান, মোশাররফ হোসেন, আবু কালাম, শাহ জালাল, মোহন, সাব্বির আহমেদ, শান্ত, সায়েদ, তুষার ও নয়ন।

মামলা সূত্রে জানা গেছে -ঘটনাস্থলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তাকেসহ মোট ৬০ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিরা হল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সজল, জাকারিয়া মোঃ সুমন মিয়া (৩৮), জিকু (৩০), রাজীব (৩২), খোকন (৩৫), মনির হোসেন (৫২), শামীম (৫০), মুক্তার (৩০), সোহেল (২৩), আবু তাহের (২৪), শামসুল (৫০), সজীব (৩২), রনি (২৮), নাইম কসাই (৩৫), আরিফ (৩০), আকাশ মিয়া (২৫), মাজারুল (৩০), রবিউল (২৫), মোঃ সামসুল (৪৮), আবু তাহের (৩০), ওয়াসিম মোল্লা (৪০), মহিবুল মোল্লা (২৮), নাসির হায়দার আলমাস (৫২), জাকির, মোঃ মজিদ ভূঁইয়া, খোরশেদ ভূঁইয়া, ইলিয়াস ভূইয়া, ইয়াকুব ভূইয়া, বাবুল ড্রাইভার (৪৫), শাহজালাল, ফজলুল হক, জুয়েল, নাইম, রহিম বাদশা (৪৫), ইউসুফ আলী ভূঁইয়া, জুয়েল আহমেদ জুয়েল, মতিউর রহমান মতি, রিপন মেম্বার, আতাউর রহমান মেম্বার, আঃ মান্নান, মাসুম শিকদার, তানভীর আহমেদ তপু, হোসেন মিয়া ও মজিবুর রহমান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীতে বিএনপির অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ বিএনপি ২০নেতাকর্মীও আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »