বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসভাড়া কমানো ও শিক্ষার্থীদের গণপরিবহনে হাফপাশের দাবিতে স্মারকলিপি প্রদান দুই মাসের মধ্যে সবকিছু চকচকে হয়ে যাবে, বিষয়টা তা না: সাখাওয়াত হোসেন স্বৈরাচারবিরোধী আ-ন্দো-ল-নে ২৫ কর্মী শাহাদাত বরণ করেছে: মাসুম বিল্লাহ ফতুল্লায় নারীকে পিটিয়ে হ-ত্যা আড়াইহাজারে ডিবি পরিচয়ে ১৩ লাখ টাকা ছি-ন-তা-ই সিদ্ধিরগঞ্জে ইয়াবা পাচারকালে র‌্যাবের হাতে কারবারি গ্রেপ্তার সাবেক এমপি কায়সারের পিএস জাহিদুল ৩ দিনের রিমান্ডে ডিজিটাল ভূমি জরিপে মামলা মোকদ্দমা একেবারেই কমে আসবে-ভূমি উপদেষ্টা নারায়ণগঞ্জে সড়ক দু-র্ঘ-ট-না-য় শিক্ষার্থী নি-হ-ত ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা ডিবির হাতে গ্রেপ্তার

আইনশৃঙ্খলা বিষয়ে কালাপাহাড়িয়ায় পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩ Time View

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, সাইবার ক্রাইম, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (গ-সার্কেল) মেহেদী ইসলাম।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক , সাধারণ সম্পাদক আবু কালাম, , বিএনপির সাবেক সভাপতি হাসান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক মেম্বার, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মহিবুর রহমান, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আলোচ্য বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রত্যাশার প্রেক্ষিতে প্রধান অতিথি মেহেদী ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং এ জড়িত ব্যক্তি সমাজের জন্য অভিশাপ। তারা কে কোন দল ও মতের অনুসারী তা আমাদের কাছে বিবেচ্য নয়। সে অপরাধী, তার স্থান এই সমাজে হতে পারে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর ব্যবস্থা নেবেন। আপনাদের অবগতির জন্য বলছি এখনকার পুলিশ আগের অবস্থানে নেই। আমরা অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা করবো না। সুতরাং অপরাধ করে পার পেয়ে যাবেন এমনটা ভাববেন না। সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। আমি আশা করি আপনারা এই বিষয়ে আমাদের পাশে থাকবেন।

সভাপতির বক্তব্যে আড়াইজাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, অপরাধীদের বিরুদ্ধে আপনাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং দূর করা সম্ভব হবে না। আপনাদের সহযোগিতায় আমরা নিরাপদ কালাপাহাড়িয়া উপহার দিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »