স্টাফ রিপোর্টার
কিছুক্ষন পর পর পরপরই লোডশেডিং চলছে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। বুধবার দুপুর থেকে শুরু হয়েছে এই লোডশেডিং। আর বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।শহরের আশপাশের এলাকাতেও তিন থেকে চার ঘণ্টার লোডশেডিংয়ে ভুগছে মানুষ।
নগর বাসীরা জানায়, ঘণ ঘণ লোডসোডিং এর কারণে তাদের দৈনদিন জীবনের সকল কাজে ব্যঘাত ঘটছে এবং অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছে তারা।
ডিপিডিসি বলছে, ‘চাহিদা ও সরবরাহের ঘাটতি সমন্বয় করতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে।’
টানা তিন দিন ধরে বয়ে চলা তাপপ্রবাহের কারণে গরমে জনজীবন অতিষ্ঠ। এতে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। কিন্তু জ্বালানির অভাবে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ভোগান্তিতে পড়েছে মানুষ।
আবহাওয়াবিদেরা বলছেন, ৮ বা ৯ জুন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ জুন পর্যন্ত দেশের তাপমাত্রা বেশি থাকার আশঙ্কা রয়েছে।
ডিপিডিসি ফতুল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী অনুপ কুমার বলেন, ‘জাতীয় পর্যায়ে বিদুৎ এর ঘাটতি থাকার কারনে লোডশেডিং দিতে হচ্ছে। মুলত হেড অফিস থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেয়া হয় সেভাবেই আমাদের লোডশেডিং দিতে হয়।’