মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর ৫ টা হতে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে আড়াইহাজার উপজেলার পরিদর্শন করা হয় ২০ টি বাজার ও আড়ত ।
পরিদর্শনকালে গোপালদী বাজার ও আড়ত হতে মালিকবিহীন ১০ কেজি ইলিশমাছ আটক করা হয় এবং পরবর্তীতে আটককৃত মাছ কড়ইতলায় অবস্থিত ইসলামপুর হোসাইনিয়া ইয়াতিমখানায় বিতরন করা হয়। তাছাড়া দয়াকান্দা বাজার হতেও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং জব্দকৃতমাছ দয়াকান্দা ইসলামিয়া এবতেদীয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।