আড়াইহাজার উপজেলা তাতী দলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সামসুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার মনোহরদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে একই রাতে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের বাড়ীতেও পুলিশ অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন পারভীন আক্তার।
তিনি জানান, রাত ২টার দিকে পুলিশ আমাকে ও আমার স্বামীকে গ্রেফতারের জন্য বাড়িতে ব্যাপক তল্লাশী করে। আমার স্বামী জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআর ডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। সে মহামান্য হাইকোর্টের পুলিশ পটেকশনে আছেন। ঘটনার সময় আমরা কেউ বাড়ীতে ছিলাম না। আমি এই ঘটনার নিন্দা জানাই।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, সামসুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেত্রী পারভীনের অভিযোগ সত্য নয়। আমরা তার বাড়িতে কোন প্রকার অভিযান বা তল্লাশি করিনি। তাছাড়া তার ও তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা নাই। অভিযান চালাবে কেন?