আড়াইহাজারে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাতাইন এলাকার মৃত লোকমান খন্দকার এর ছেলে ফরহাদ (৩৪), তিনি সাতগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক। একই এলাকার মৃত ইছব আলির ছেলে আ. আলিম (৫২), তিনি সাতগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, নাশকতার অভিযোগে তদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়।