বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না: মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সিদ্ধিরগঞ্জে মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ শামিম ওসমান, সেলিম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ করেছিল: সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই সিদ্ধিরগঞ্জে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ বাণিজ্যমেলায় অ্যালুমিনিয়ামের স্টলে নারীদের ভিড় রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ শীতলক্ষ্যা নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার শামীম ওসমানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা: জড়িত স্ত্রী ও শ্যালক

আড়াইহাজারে দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৫৬ Time View

আড়াইহাজারে দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আড়াইহাজারের বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা নয়াপাড়া এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁদের বাড়ি যশোর জেলায় বলে জানা যায়। বর্তমানে তিনি কালাপাহাড়ীয়া ইউনিয়নের রাধানগর এলাকায় বসবাস করেন।

এলাকাবাসী জানান, নিহত ঠাকুর চাঁদ দীর্ঘদিন যাবত ওই এলাকায় গ্রামে গ্রামে ঘুরে গরুর চিকিৎসা করেন। বুধবার সকালে মানিকপুর-উচিত পুরা সড়ক দিয়ে যাওয়ার পথে চৈতনকান্দা উত্তরপাড়া এলাকায় পৌঁছলে ইসমাইলের ছেলে সাহেব মিয়ার বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে ঠাকুর চাঁদ নিহত হন। বাড়ির মালিক সাহেব মিয়া জানান আমার বাড়ির পাশ দিয়ে মানিকপুর বাজার হইতে উচিতপুরা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ চালাচ্ছে তমা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান। গত ১০ দিন পূর্বে ওই প্রতিষ্ঠানের ভেকু দিয়ে আমার দেয়াল ঘেঁষে এক ফুট পর্যন্ত গভীর করে গর্ত করে মাটি তুলে নেয়। আমি ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত লোকজনদের বলেছি আমার দেয়াল ধসে পড়ে যেতে পারে আপনারা দ্রুত কাজ করে জায়গাটি ভরাট করে দেন। কিন্তু তারা আমার কোন কথার কর্ণপাত করেননি। তাদের অবহেলার কারণে বুধবার সকালে আমার দেয়ালটি ধসে পড়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ‘এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশটি উদ্ধার করে পোস্টমর্টেম এর প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »