বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে অবরোধের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের শেষ প্রান্তে নরসিংদীর কাছাকাছি এলাকায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসময় মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার ( ৮ নভেম্বর ) ভোর সকালে আড়াইহাজারের পুরিন্দা রশিদের বাড়ির সামনে অবরোধের সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃংখলাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে আছি এবং থাকব। আজাদ সাহেবের নির্দেশনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজর থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। মামলা ও গ্রেফতার করে আমাদেরকে রাজপথ থেকে সরানো যাবে না। এই সরকারের পতন করেই রাজপথ ছাড়বো ইনশাল্লাহ।