আড়াইহাজারে মিসফায়ারে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার শরীরে কয়েকটি রাবার বুলেট বিদ্ধ হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আড়াইহাজার থানায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আহসানউল্লাহ।
আহত পুলিশ সদস্যর নাম টিপু সুলতান (পঞ্চাশোর্ধ্ব)। তিনি আড়াইহাজার থানায় কনস্টেবল (সিপাহি) হিসেবে কর্মরত আছেন।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আহসানউল্লাহ জানায়, সকাল সাড়ে ৯টায় আড়াইহাজার থানার এক পুলিশ কনস্টেবল শটগান পরিস্কার করার সময় অসাবধানতাবশত কনস্টেবল টিপু সুলতানের শরীরে পশ্চাদ্দেশ স্থানে কয়েকটি রাবার বুলেট বিদ্ধ হয়। দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া বলেন, কনস্টেবল টিপু সুলতান খুব সামান্য আঘাত পেয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।