নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ২০০৭ সালের একটি হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল (৪১) নরসিংদী নোয়াকান্দির সুলতান মিয়ার ছেলে।
তাকে একইসাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২০০৭ সালের ৬ অক্টোবর আড়াইহাজারের ঝাউগাড়া এলাকার রিজিয়া খাতুন নামে ৫৫ বছর বয়সী এক নারী খুন হন। এই ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন। পুলিশ তদন্তে এই হত্যাকাকাণ্ডের সাথে নিহতের মেয়ের দেবর জালালের সম্পৃক্ততা পায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে মামলার নথিসূত্রে জানা যায়।
এই মামলার তদন্ত শেষে জালালকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।