রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মুড়াপাড়ার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, বাংলাভিশনের সাবেক নিউজ এডিটর সাংবাদিক নাট্যকার নাসরিন গীতি, জাতীয় পুলিশ ক্লাবের কার্যকরী কমিটির সদস্য শাহনাজ পলি, সাংবাদিক আহমেদ উল্লাহ, রূপগঞ্জ ক্লাবের উপদেষ্টা আলম হোসেন প্রমুখ।
প্রশিক্ষকরা এসময় সাংবাদিকদের নাগরিক অধিকার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদ তুলে দেওয়া হয়।