মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী এক সন্তানের জনক প্রবাসী সালাউদ্দিন শাকিল (২৫) বাঁচতে চায়।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের আলীনকিপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে প্রবাসী সালাউদ্দিন শাকিল দীর্ঘদিন পায়ু পথে ক্যানসারে আক্রান্ত। কিন্তু অর্থের অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না।
বর্তমানে সে সিএমএইচে ডা. মেজর জেনারেল আজিজুল হক এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। পায়ু পথে ক্যান্সারে আক্রান্ত শাকিলকে বাঁচাতে জরুরী ভিত্তিতে অপারেশনের প্রয়োজন। গত কয়েক মাস ধারদেনা করে চালিয়েছেন নিজের চিকিৎসাসেবা। বর্তমানে চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন যা তার হতদরিদ্র পরিবারের পক্ষে জোগান দেয়া সম্ভব হচ্ছেনা।
এজন্য তিনি সমাজের বিত্তবান ও চিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। তাকে সাহায্য করতে যোগাযোগ বিকাশ পার্সোনাল ০১৮৩৯১৩১৭০৭ আলীনকিপুর, মনোহরগঞ্জ, কুমিল্লা।