গত ১৩ আগষ্ট দৈনিক সকালের কাগজের অনলাইনে বিএনপির ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে রুবেলকে ফাঁসানোর চেষ্টা! শিরোনামে প্রকাশিত নিউজের প্রতিবাদ জানিয়েছে নয়ন মোল্লা। প্রতিবাদে তিনি জানান রুবেল আমার মামাতো ভাই। সে গত ৫ জুলাই আমার কাছ থেকে ২ লক্ষ ১৫ হাজার ৬০০ টাকা ধার নেয়। তাই তার কাছে টাকা চাইতে গেলে সে আমাকে মারার হুমকি দেয়। এরপর সে থানায় মিথ্যা অভিযোগ করে আমি ও আমার ২ ভাই দেলোয়ার হোসেন মোল্লা ও মাসুদ মোল্লার নামে সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করায়। যা ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি একজন সাধারণ কাপড় ব্যবসায়ী। প্রধানমন্ত্রীকে কটুক্তি করার মতো বা প্রধানমন্ত্রীর নূন্যতম সম্মানহানী করার মতো ধৃষ্ঠতা দেখানো আমি বা আমার পরিবারের কোন সদস্যের প্রশ্নই উঠে না।